ই–পাসপোর্ট পাওয়ার প্রথম শর্ত জাতীয় পরিচয়পত্র থাকতে হবে

শেয়ার করুন         বাংলাদেশ এখন ই–পাসপোর্ট দেওয়া হয়। আগের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া হয় না। তবে দেশের বাহিরে অনেক দূতাবাসে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এখনও দেয়া হয়। তবে পর্যায়ক্রমে এমআরপি বন্ধ করে সব জায়গায় ই–পাসপোর্ট দেওয়া হবে। ই–পাসপোর্ট পাওয়ার প্রথম শর্ত জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতেই পাসপোর্ট হবে। প্রবাসে থাকায় অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। ফলে শুধু মাত্র এমআরপি পাসপোর্ট দিয়ে তারা কোন ভাবেই নতুন ই–পাসপোর্ট পাবেন না। অনেকে বয়স বাড়িয়ে পাসপোর্ট বানিয়ে বিদেশে গেছেন। তাদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে বয়সে মিল নেই। এই মিল সংশোধন না করলে জটিলতা … Continue reading ই–পাসপোর্ট পাওয়ার প্রথম শর্ত জাতীয় পরিচয়পত্র থাকতে হবে